খেলার খবর: ওয়ার্নার পার্কে মুস্তাফিজের শেষ বলটি যখন অ্যাশলি নার্সের ব্যাটে লাগল তখনই উল্লাসে ফেটে পড়লেন মাশরাফি, মিরাজ-মাহমুদুল্লাহরা। কারণ গেইল-আন্দ্রে রাসেলদের তাদের মাটিতে হারানো তো চাট্টিখানি কথা না। তবে এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুললো টাইগাররা। সেই সঙ্গে ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের আক্ষেপ ঘোচালো তারা।
সব মিলিয়ে এটি ২২তম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। এর মধ্যে দেশের বাইরে ৫টি এবং ঘরের মাঠে ১৭টি। ২০০৫ সালে দেশের মাটিতে জিম্বাবুয়েকে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারায় স্বাগতিকরা। সেটিই ছিল টাইগারদের প্রথম ওয়ানডে সিরিজ জয়। এরপর সাফল্যের মুকুটে যোগ হয়েছে একের পর এক পালক।
দেশের বাইরে বাংলাদেশ প্রথম সিরিজ জিতে ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় সফরকারীরা। আর বিদেশে সবশেষ সিরিজ জেতে ২০০৯ সালে। সেবার ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে ধোলাই করে সাকিব বাহিনী। অবশ্য বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে সেই সিরিজে ছিলেন না ক্যারিবীয়দের মূল ক্রিকেটাররা। এবারো সেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৮ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও একই হাতছানি ছিল। তবে নাটকীয়ভাবে ৩ রানে হেরে যাওয়ায় তা হলো না। অন্যদিকে বাংলাদেশ ঘরের মাঠে সবশেষ সিরিজ জেতে ২০১৬ সালে। ওই বছরের অক্টোবরে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় ম্যাশ বাহিনী।
একনজরে ওয়ানডেতে বাংলাদেশের ২২টি সিরিজ জয়
প্রতিপক্ষ – সাল – ব্যবধান – স্বাগতিক দেশ
জিম্বাবুয়ে – ২০০৫/০৫ – (৩-২) – বাংলাদেশ
কেনিয়া – ২০০৫/০৬ – (৪-০) – বাংলাদেশ
কেনিয়া – ২০০৬ – (৩-০) – কেনিয়া
জিম্বাবুয়ে – ২০০৬/০৭ – (৫-০) – বাংলাদেশ
স্কটল্যান্ড – ২০০৬/০৭ – (২-০) – বাংলাদেশে
জিম্বাবুয়ে – ২০০৬/০৭ – (৩-১) – জিম্বাবুয়ে
আয়ারল্যান্ড – ২০০৭/০৮ – (৩-০) – বাংলাদেশ
জিম্বাবুয়ে – ২০০৮/০৯ – (২-১) – বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ – ২০০৯ – (৩-০) – ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে – ২০০৯ – (৪-১) – জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে – ২০০৯/১০ – (৪-১) – বাংলাদেশ
নিউজিল্যান্ড – ২০১১/১২ – (৪-০) – বাংলাদেশ
জিম্বাবুয়ে – ২০১১/১২ – (৩-১) – বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ – ২০১২/১৩ – (৩-২) – বাংলাদেশ
নিউজিল্যান্ড – ২০১৩/১৪ – (৩-০) – বাংলাদেশ
জিম্বাবুয়ে – ২০১৪ – (৩-০) – বাংলাদেশ
পাকিস্তান – ২০১৫ – (৩-০) – বাংলাদেশ
ভারত – ২০১৫ – (২-১) – বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা – ২০১৫ – (২-১) – বাংলাদেশ
জিম্বাবুয়ে – ২০১৫ – (৩-০) – বাংলাদেশ
আফগানিস্তান – ২০১৬ – (২-১) – বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ – ২০১৮ – (২-১) – ওয়েস্ট ইন্ডিজ