অনলাইন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে ইসরাইল সফরে যাওয়ার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা ফুটবল দলের। খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে। এই জেরুজালেম নিয়ে ইসরাইল এবং ফিলিস্তনের মধ্যে সমস্যা রয়েছে।
জেরুজালেমকে নিজেদের দাবি করে সেখানেই আর্জেন্টিনার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল ইসরাইল। আর সে কারণেই মেসিদের ইসরাইল সফরে যেতে বারণ করেছেন ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব।
জিব্রিল রাজুবের অভিযোগ, এই ম্যাচে মেসির অংশগ্রহণের বিষয়টাকে ইসরাইল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। মেসিকে আহ্বান জানান, মেসি তুমি ইসরাইলে খেলতে এসো না। ইসরাইলরা ফিলিস্তিনিদের সঙ্গে যে জাতি বিদ্বেষের আগুন জ্বালিয়েছে ইসরাইলে খেলতে এসে তার বৈধতা তুমি দিও না, এটা আমাদের অনুরোধ!
সাথে হুমকি দিয়ে বলেন, মেসি আমাদের কথা না শুনলে মুসলিম বিশ্বের সব তরুণদের বলব, তার ছবি ও জার্সি পুড়িয়ে ফেলতে। মেসিকে বর্জন করতে।
ফিফার আচরণবিধি ভাঙার অপরাধে এক বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে তাই নিষিদ্ধ করা হয়েছে ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজোবকে। শুধু তাই নয়, জিব্রিলকে ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।
নির্বাসিত এই সময়ের মধ্যে ফিলিস্তিন ফুটবলপ্রধান মাঠে গিয়ে অফিশিয়াল কোনো ম্যাচও দেখতে পারবেন না।
মেসির জার্সি পোড়ানোর হুমকি দেয়া সেই ফিলিস্তিনি বহিষ্কার
পূর্ববর্তী পোস্ট

