কলারোয়া প্রতিবেদক : কলারোয়ায় নাশকতার পরিকল্পনাকালে জামায়ত-বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। রোববার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ জানান-কলারোয়া উপজেলার কে,কে,ই,পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যলয়ের মাঠে শনিবার গভীর রাতে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই পীষুষ কান্তি ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা ককটেল ও টায়ার জ্বালিয়ে পলিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪ নেতাকর্মী আটক হয়।
আটককৃতদের মধ্যে কেন্দ্রীয় সুরা সদস্য, জেলা জামায়াতের সহকারী আমির, কলারোয়া মহিলা জামায়াতের তত্ববধায়ক, সাবেক উপজেলা জাতায়াতের জেনারেল সেক্রেটারি ১নং জয়নগর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মোস্তফা গৌসুল হক (৫৬) রয়েছে। সে উপজেলার খোরদো-বাটরা গ্রামের মৃত আঃ গফুরের ছেলে।
এছাড়া রয়েছে-উপজেলার শাকদহ গ্রামের মৃত জনাব আলীর ছেলে ইমামুল হক (৩৫), একই গ্রামের মৃত লোকমানের ছেলে ছকিম উদ্দিন মোড়ল (৪৮), জয়নগর গ্রামের মৃত বালক চাদের ছেলে মকর আলী গাজী (৩৫)।
এঘটনায় কলারোয়া থানায় ১৭জনের নাম উল্লেখ করে ও আরো ২৫/৩০জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা(২১(৯)১৮ দায়ের হয়েছে বলে জানান থানার ওসি শেখ মারুফ আহম্মদ।