অনলাইন ডেস্ক: বুক ধড়ফড় করা কোনো রোগ নয়, রোগের উপসর্গ। আমাদের দেশে এ সমস্যায় আক্রান্ত অনেক মানুষ দেখা যায়। বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা বেশি। হৃদপিণ্ডের অতিরিক্ত সংকোচন হলে বুক ধড়ফড় করে। বিভিন্ন কারণে এই বুক ধড়ফড় হতে পারে। তার মধ্যে প্রধান কারণ হলো দুশ্চিন্তা। এছাড়া রক্ত স্বল্পতা, গর্ভাবস্থায়, কারো থাইরোটক্সিকোসিস (দেহে থাইরয়েড হরমোন বেশি সৃষ্টি হয়) থাকলে, ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন ইত্যাদি কারণে বুক ধড়ফড় করে। হৃদপিণ্ডের অসুখের কারণে যেমন: রোগীর অনিয়মিত হৃদস্পন্দন হলে, হার্ট অ্যাটাক হলে, হার্টের রক্তনালীতে ব্লকেজ, হার্ট ফেইলর, হার্টের মাংসপেশি বা ভাল্বের সমস্যা হলে বুক ধড়ফড় হয়।
এছাড়া বুক ধড়ফড় কোনো অসুখ ছাড়াই স্বাভাবিক কারণে হতে পারে। ব্যায়াম করলে, অতিরিক্ত পরিশ্রম করলে, উচ্চৈঃস্বরে কথা বললে, অতিরিক্ত চা-কফি পান করলে বুক ধড়ফড় করতে পারে। এটা কোনো দুশ্চিন্তার কারণ নয়। তবে বুক ধড়ফড় বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ পরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে।