নিজস্ব প্রতিবেদক ঃ “সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডিম দিবস-২০১৮ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় আলোচনাসভায় মিলিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সমরেশ চন্দ্র দাস। উক্ত আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জয় বিশ্বাস, উপ-সহাকারী প্রানিসম্পদ কর্মকর্তা আফছার আলী প্রমুখ।
বক্তারা এ সময় সুস্থ ও সবল জাতি গঠনে সব বয়সের মানুষকে ডিম খাওয়ার আহবান জানান।