কে এম রেজাউল করিম: দিন আসে দিন যায়, মাস আসে মাস পেরিয়ে যায়, চলে আসে বছর, সেও চলে যায় মিশে যায় অনন্ত কালের গতিতে। এমনি করে দেবহাটা উপজেলার ভারত বাংলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে পেরিয়ে গেল ১০০টি বছর। সেসব দিন গুলি স্মৃতিচারন করতে শনিবার বিদ্যালয় চত্বরে দিনব্যাপি র্যালী, আলোচনা সভা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বিদ্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে এসে ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মাজারে এসে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সলিমুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টর প্রাক্তন বিচারপতি শেখ রেজোয়ান আলী, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল করিম, সাবেক সহকারী শিক্ষক দিলিপ কুমার ব্যানার্জি, বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ঠ শিল্পপতি, এনসিসি ব্যাংকের পরিচালক আলহাজ্ব আবুল কাশেম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সফেদ আলী (রাশেদ), উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ভারত থেকে আসা উত্তরস্বরী ইঞ্জিনিয়ার অনিক রায় চৌধুরী, মেহের জেলার গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ- জামান, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ফিরোজ শাহ আলম, আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ফার্মাসিস্ট তবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক জর্জকোর্টের পিপি এড. ওসমান গনি, সাবেক সদর ইউপি চেয়ারম্যান আবুল ফজল, সাতক্ষীরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফারুক মাহবুবুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদ আলম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালম আজাদ, সাবেক প্রধান শিক্ষক অমর চন্দ্র পালসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ফেলে আসা দিনগুলি স্মৃতিচারণ করেন।
পূর্ববর্তী পোস্ট