নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ শিক্ষা বান্ধব সরকার। আমার দেখা মতে বিশ্বের আর কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। যে কারণে আজ ৩৬ কোটি ২১ লক্ষ নতুন বই শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন। যে মহান কাজটি জননেত্রী শেখ হাসিনা করেছেন। আমরা যখন পড়াশোনা করতাম বছরের প্রথম দিনে বই পাইনি। আজকের দিনটা আমার জন্য খুব আনন্দের। তোমাদের হাতে এই বইগুলো যাবে, তোমরা অত্যান্ত খুশি হবে। নতুন বইয়ের গন্ধ শুকবে। রোববার সকাল ১১টায় নলতা ফুটবল মাঠে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের জন্য রাজনীতি করেন। বিগত ২০১৬ সালে শেখ হাসিনার সাফল্য হলো কঠোরহস্তে জঙ্গি দামন। তিনি একমাত্র নেত্রী। যিনি জঙ্গিদের বুঝিয়ে দিয়েছেন, বাংলার মাটিতে জঙ্গিদের কোন স্থান নেই। বাংলাদেশ থেকে অভাব দূর করার জন্য তিনি বিভিন্ন ভাতার সুযোগ সৃষ্টি করেছেন। যে কারণে আজ বাংলাদেশ অভাবমুক্ত। বাংলাদেশ কে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মানুদ্দীন হাসানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন, একাডেমিক শিক্ষা সাইফুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রভাত কুমার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আব্দুল মোনায়েম, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক, শ্রী কুমার বসাক, নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও একই দিন তিনি আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকতা গোলাম রহমানের সাথে মতবিনিময় করেন এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু বিশেষজ্ঞ ডাঃ সুশংকরের গ্রামের বাড়ি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, বড়দল ইউপি আলিম মোল্যা, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিয়ারাজ আলী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোম, শম্ভুনাথসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট