বিনোদনের খবর: জাতীয় কবি কাজী নজরুল ইসালমের ‘পরো জনমে দেখা হবে প্রিয়ও ভুলিও মোরে হেথা ভুলিও’ গানটির ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘হ্যাপি বার্থ ডে মাই লাভ’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শরিফুল ইসালম শামীম। নির্মাতা জানালেন, সম্প্রতি শুটিং শেষ হয়েছে।
নাটকিতে হাবিব চরিত্রে অভিনয় করেছেন সজল, লায়লা চরিত্রে অভিনয় করেছেন দ্বিপান্নিতা রায় ও সোনাম চরিত্রে
অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া।
নাটকটির গল্পে দেখা যাবে, কিছুদিন আগে বিয়ে হয়েছে হাবিব ও লায়লার। কয়েকদিন যেতে না যেতেই সংসারে অমনযোগী হাবিব। লায়লার প্রতি হাবিবের অনযোগীতার কারণ খোঁজ করতে গিয়ে দেখে, তার স্বামী হাবিব বিয়ের পূর্বে সোনাম নামে একটি মেয়ে কে ভালবাসাত, ঘটনাচক্রে সোনাম হাবিবের জীবন হতে হারিয়ে গিয়েছে, কিন্তু মন থেকে এখনো হাবিব সোনাম কে মুছে ফেলতে পারিনি।
সোনাম হাবিবের জীবন হতে হারিয়ে যাওয়ার দিনটিকে, প্রতি বছর হাবিব তার ভালবাসার জন্মদিন হিসাবে পালন করে, সেই দিন হাবিব সে সোনামের সাথে কাটানো সময় গুলো স্মৃতি ধরে রাখতে, সেই সব স্থান পরির্দশন করে, যে স্থান তারা এক সময় অন্তরঙ্গ মুহুর্ত কাটিয়েছে। ঘটনা ক্রমে হাবিব সোনামের লেখা একটি ম্যাসেজ পায়। তারপর কী হয়? দেখতে হবে ‘হ্যাপি বার্থডে মাই লাভ’ নাটকে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন রিমা ইসমাত,কবিতা,খালেদ সোহান,রাজীব সহ আরো অনেকে। শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি।