বিনোদনের খবর: টানা চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে লোকসঙ্গীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। প্রতিবারের মতো এবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর শুরু হবে তিন দিনব্যাপী এই আসর।
রবিবার (২৮ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের সান কমিউনিকেশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আয়োজনটিতে প্রতি বছরের ন্যায় এবারও দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’ উপলক্ষে আগামী ৩০ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে উৎসব সম্পর্কে বিস্তারিত সকল তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। এরই ধারাবাহিকতায় আয়োজনটির চতুর্থ আসর বসছে এবার।