বক্স অফিসের সব রেকর্ডই ভেঙে ফেলছে ‘দঙ্গল’। মুক্তি পাওয়ার ১০ দিনের মধ্যেই ৪০০ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি। সব ঠিকঠাক থাকলে শিগগিরই ৫০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ‘দঙ্গল’।
রোববার পর্যন্ত বিশ্বজুড়ে এই ছবি আয় করেছে ৪০২ কোটি রুপি।
আয়ের ধারা অব্যাহত থাকলে ‘পিকে’, ‘বাহুবলী: দ্য বিগেইনিং’ ও ‘বাজরাঙ্গী ভাইজান’-এর আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।
ছবিটি গত বছর ডিসেম্বরের ২৩ তারিখে মুক্তি পায়।