অনলাইন ডেস্ক: রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় ইউরোপের বাজারে মিয়ানমারের চালসহ অন্য পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও কোটা সুবিধা বাতিল করতে যাচ্ছে ইইউ (ইউরোপীয় ইউনিয়ন)।
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়ে এ খবর প্রকাশ করেছে এশিয়া টাইমস। গেল মাসে মিয়ানমারের রাখাইন, কাচিন ও শানে ৪ দিনের সফরশেষে এ সিদ্ধান্তের আভাস মিললো, ইইউর পক্ষ থেকে।
এদিকে, জাতিসংঘের পর এবার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরি হয়নি।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, প্রত্যাবাসনের আগে সেখানকার পরিস্থিতি বুঝতে, মিয়ানমারে পূর্ণ প্রবেশাধিকার দরকার। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিতে ঢাকা ও নেপিদোর প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের পণ্যের কোটা সুবিধা বাতিল করবে ইইউ
পূর্ববর্তী পোস্ট