পাইকগাছা ব্যুরো : পাইকগাছার গদাইপুর ও দেলুটি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে বাবর আলী গোলদারের সভাপতিত্বে ও দেলুটির দারুনমল্লিক বাজারে সকাল ১০টায় সন্তোষ কুমার গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুটি সম্মেলনের উদ্বোধক ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আবু হোসেন বাবু। প্রধান বক্তা ছিলেন, আশরাফুল আলম নান্নু। এস,এম, এনামুল হক ও সরদার ফারুক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ আব্দুস সাত্তার, শাহাদাত হোসেন ডাবলু, আব্দুল মতিন, আসলাম পারভেজ, এস,এম, ইমদাদুল হক, আলাউদ্দীন রাজা, সেলিম নেওয়াজ, আবু সালেহ মোঃ ইকবাল, আবু হাসান, সাইফুল ইসলাম, মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, সরদার তোফাজ্জেল হোসেন প্রমুখ। সম্মেলনে ভোটের মাধ্যমে গদাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক বাবর আলী এবং দেলুটি ইউপি বিএনপির সভাপতি সুজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার গাইন নির্বাচিত হন।