কৃষ্ণনগর প্রতিনিধি: ফুরফুরা শরিফের পীর সাহেব হুজুর কেবলার শুভ আগমনে কৃষ্ণনগর কিষাণ মজদুর ইউনাইটেড অ্যাকাডেমী হাইস্কুল ময়দানে ১৯ জানুয়ারি ২০১৭ রোজ বৃহস্পতিবার তা’লিমে জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে। ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন ফুরফুরা শরীফের আলা হযরত মেজলা হুজুর কেবলা(রহ:) সুযোগ্য পৌত্র জমিয়াতে ওলামা আসাম ও বাংলার সেক্রেটারী পীর জাদা আলহাজ্ব মাও: মুফতি ইমরান উদ্দীন সিদ্দিকী আল কুরাইশী সাহেব ও আলা হযরত সাইফুদ্দীন সিদ্দিকী সাহেব কেবলার সুযোগ্য জামাতা শাহসুফি আলহাজ্ব হযরত মাও: মুফতি আজমাতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী সাহেব। এছাড়া সিলসিলায়ে ভক্ত ওলামায়ে কেরামগন ওয়াজ করিবেন। উক্ত মাহফিলে ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত থাকার জন্য আহবান করা গেল।