বিদেশের খবর: আগামী বছরের শুরুতে ফের উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।
আর্জেন্টিনায় জি-২০ সম্মেলন শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের ট্রাম্প নিজেই এসব কথা বলেন। বৈঠকস্থল হিসেবে এখনও পর্যন্ত তিনটি স্থানকে বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে। এবারের বৈঠকে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে অগ্রগতি হবে বলে বিশ্লেষকরা আশা করছেন।
ট্রাম্প-কিমের আগের বৈঠকটি হয় চলতি বছরের জুনে। সিঙ্গাপুরের সেই বৈঠকের পর অবশ্য উভয় দেশের আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে।
ফের বৈঠকে বসবেন ট্রাম্প-কিম
পূর্ববর্তী পোস্ট