নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ হওয়ার একদিন পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাটা বিল থেকে শান্তিরাম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পেশায় নরসুন্দর (নাপিত) শান্তিরাম বিশ্বাসের বাড়ি উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, উপজেলার সোনাবাড়িয়া বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে শান্তিরামের একটি সেলুন রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকালে ঝাপাঘাট বিলে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, উদ্ধারকালে শান্তিরাম বিশ্বাসের মুখে বিষের গন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে মরদেহ বিলে ফেলে রেখে যায়।