আশাশুনি ব্যুরো : সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আশাশুনি উপজেলা সদরের হাড়িভাঙ্গা বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠানে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা-৩ আসানে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত এমপি রুহুল হক সকালে মৎস্য সেটে গমন করে মৎস্য সেটের সকল কাটা, ডিপো, আড়ৎ ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিক ও আগত সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। সবশেষে সেট চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন। এসময় ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, চেয়ারম্যান আবু হেনা সাকিল, তারালী চেয়ারম্যান এনামুল হক ছোট, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সরদার, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, এম্বাসেডার তৌষিকে কাইফু, সাবেক এপিএস মোশাহেদ আলি খোকন, ঢালী মোঃ সামছুল আলম, এস এম সাহেব আলি, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, মহানন্দ, প্রভাষক আনন্দ, পরেশ অধিকারী, সিরাজুল ইসলাম, আলিম, মিজান, বিকাশ, মঞ্জুরুল, ছলেমান, মহাতাপ, আলিম, মিজানুর, শামীম, আজাদুল, তারক, শহীদুল, আছু, মিজান, আবু হেনা বিল্টু, আলা উদ্দিন লাকী, সাইফুল ইসলাম বাবলু, বাবুসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রীউলা ইউনিয়নের শিক্ষক ইকবাল জাবিদ কাজল, রাজগুল, জাহাঙ্গীর, খোকন ও কুতুব উদ্দিনসহ ৬০/৬৫ জন বিএনপি নেতা-সমর্থক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে এমপি রুহুল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
আশাশুনি হাড়িভাঙ্গা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে রুহুল হকের মতবিনিময়
পূর্ববর্তী পোস্ট