ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা সদর সন্নিকটে চলমান দি নিউ সবুজ বাংলা সার্কাস এর দর্শক গ্যালারি ভেঙে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শুক্রবার শ্যামনগর সদরে সুন্দরবন সিনেমা হলের পিছনে সার্কাসের সন্ধ্যাকালীন ৬ টা থেকে ৯ টার শো চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সার্কাসের শো চলার সময় আকস্মিকভাবে পশ্চিম পাশের দর্শক গ্যালারি ভেঙে অসংখ্য দর্শক চাপা পড়ে ঘটনাস্থলে পুরুষ মহিলা ও শিশুসহ অর্ধশতাধিক আহত হয়। আহতরা হলেন নিলুফা, মীম, মুরশিদা, খুকুমনি, শাহরিয়া, শাহানারা, জাহাঙ্গীর, কৃষ্ণ, রবিউল, আব্দুল বারী, সুজায়, শীমুল, লামিসা সহ প্রায় অর্ধশত।
এ সময় ঘটনাস্থলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পাশ্ববর্তীরা দ্রুত এগিয়ে এসে আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমúেøক্সে ভর্তি করে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, সার্বিক পরিস্থিতি উপর নজর রাখা হয়েছে। স্থানীয়রা জানান এত বড় দুর্ঘটনার পরেও সার্কাস ব্যবস্থাপনা কমিটি ওই সময় চারিপাশের গেটের দরজা বন্ধ করে সার্কাস চলমান রাখে। পরবর্তীতে উত্তেজিত দর্শক গেট ভেঙে ভিতরে প্রবেশ করে আহতদের উদ্ধার করে। এ বিষয়ে সার্কাস পরিচালনা কমিটির বক্তব্য নেয়ার চেষ্টা করলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পূর্ববর্তী পোস্ট