টি-টোয়েন্টিতে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। আজ ২১ রান খরচে ৫ উইকেট নিয়ে নতুন মাইলফলক গড়লেন। প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড
করলেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় পাকিস্তানের সাইদ আজমলকেও পিছনে ফেললেন তিনি।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানের টার্গট ছুড়ে দেয় বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস।
বোলিং এর পাশাপাশি সাকিব ব্যাট হাতেও রাখেন অনবদ্য ভূমিকা। ২৬ বলে খেলেন ৪২ রানের ঝড়ো ইনিংস।