অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) প্রার্থিতা বাতিল চেয়ে রিট আবেদন করেছিলেন ধানের শীষের প্রার্থী, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ফারুকের প্রার্থীতা বাতিলের রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৬ ডিসেম্বর) হাইকোর্টর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত অবকাশকালীন দ্বৈত বেঞ্চ রিটটি খারিজ করে দেন। বিচারককদ্বয় রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ প্রদান করেন। আর এর ফলে চিত্রনায়ক ফারুকের প্রার্থিতার বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না।
সোমবার (২৪ ডিসেম্বর) চিত্রনায়ক ফারুকের প্রার্থীতা বাতিল চেয়ে রিট আবেদন করেন পার্থ’র আইনজীবী সাজেদ শামীম।
রিট আবেদন সূত্রে জানা গেছে, আকবর হোসেন পাঠান ‘ফারুক ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি রাজধানীর মতিঝিল শাখা থেকে ৫ হাজার ৫৩৩ কোটি টাকা ঋণ নিয়েছেন। তার একক ঋণ হিসাবে সোনালী ব্যাংকের ৩৬ কোটি টাকার ঋণ পুনঃতফসিল হয়নি।