দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া বাসস্টান্ডের উত্তর পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে ব্যবসায়ী বশির মোল্যার বিরুদ্ধে। সে পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের দিদার মোল্যার পুত্র ও শিফা ট্রেডার্সের স্বত্তাধীকারী। জানা যায়, সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জমির ভিতরে কিছু অংশসহ সামনের সরকারি জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছে। একই সাথে প্রতিষ্ঠানের সম্মূখে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পার্শ্ববর্তী সরকারি জমিতে গভীর ভাবে খনন করে পাকা কংক্রিটের ঢালাই দিয়ে স্থাপনা গড়ছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা গেছে, বশির মোল্যা মাটি খুড়ে গভীর করে পাকা ঢালাই দিয়ে ইটের গাথুনি তুলছেন। এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জমি আরো অনেকে দখল করে রেখেছে। যদি আমি অপরাধ করে থাকি তাহলে ঢালাই খুড়ে মাটি ভরাট করে দিব। কিন্তু তার এই বক্তব্যের ৩দিন পরেও নির্মান কাজ বন্ধ হতে দেখা যায়নি। তাই সরকারি জমি দখল করে অবৈধ্য স্থাপনা উচ্ছেদে সড়ক জনপদ বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
পূর্ববর্তী পোস্ট