বিদেশের খবর: ভারতে তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ভুয়া খবর ও শিশু পর্নোগ্রাফি রোধ করতে অ্যাপ এবং ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে সাজা বাড়ানো হবে। প্রস্তাবিত আইনে কঠোর সাজার ব্যবস্থা রাখা হবে বলে জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কর্মকর্তা এবং ইন্টারনেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বেআইনি বিষয়গুলো চিহ্নিত করতে প্রস্তাবিত আইনের ব্যাপারে মতামত জানান প্রতিনিধিরা।
ভারত সরকারের একজন সরকারি কর্মকর্তা জানান, ভারতে তথ্যপ্রযুক্তি আইনে এখন যেসব শাস্তির বিধান বিদ্যমান তা যথেষ্ট নয়। এটা সংশোধনের প্রয়োজন রয়েছে। নতুন আইনে সাজা আরও বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে।
এদিকে, একজন সাইবার আইন বিশেষজ্ঞ বলছেন, ভারতে ভুয়া খবর রোধে তথ্যপ্রযুক্তি আইনে খুব কমই ব্যবস্থা রয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া