নিজস্ব প্রতিবেদক: পঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দুর করতে কল্যাণময়ী দেবীর চরনে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গনে শীতের রুক্ষতা এবং নির্মতায় সমগ্র প্রকৃতি যখন বিধ্বস্ত হয়ে পড়েছে প্রকৃতি থেকে শীত তখন জানাচ্ছে বিদায়ের বারতা। শীতের শেষে বসন্তের আগমনীর মহেন্দ্রক্ষনে ধরিত্রী উচ্ছসিত এমন এক আনন্দ ঘন মনোরম পরিবেশে বিদ্যাদাত্রী শ্রী শ্রী সরস্বতী দেবীর চরনে জ্ঞান অর্জনের লক্ষ্যে ভক্তি ও অঞ্জলি দেয় শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, পূজা উদ্যাপন কমিটির আহবায়ক সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক বিশ্বাস সন্তোষ কুমার, সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ডাঃ দীপক কুমার ঘোষ, অরুণ সরকার, মিহির কুমার মন্ডল, বিধান চন্দ্র দাস ও উত্তম সাহাসহ সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট