বিনোদন সংবাদ: বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের চলচ্চিত্রের দিন ভালো যাচ্ছে না। গত বছরের অবস্থাও ছিল তা-ই। নতুন বছরটাও চলচ্চিত্রের জন্য হতাশা দিয়ে শুরু হয়েছে। জানুয়ারি মাসজুড়ে মাত্র একটি দেশি ছবি মুক্তি পেয়েছে। তা-ও তেমন আলোচনায় ছিল না। আবার বড় বাজেটের ছবিও নয় এটি।
এবার বছরের দ্বিতীয় মাস খানিকটা সুখবর বয়ে আনল। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে কেন্দ্র করে দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তির কথা শোনা যাচ্ছে। প্রযোজক সমিতির ছবি মুক্তির নিবন্ধন খাতা থেকে জানা গেছে, ‘রাত্রির যাত্রী’ ও ‘ফাগুন হাওয়ায়’ নামের দুটি ছবি ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। ছবি দুটির পরিচালকেরাও মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ‘রাত্রির যাত্রী’ ছবির মুক্তি দুবার পিছিয়েছে। এবার যেকোনো মূল্যেই পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ছবিটি মুক্তি দিতে চান। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা ভালো যাচ্ছে না। এ অবস্থার মধ্যে দুবার তারিখ নির্ধারণ করেও ছবিটি মুক্তি দিতে পারিনি। তবে এবার যদি দুটি হলেও বুকিং পাই, তা-ও মুক্তি দিয়ে দেব। তা না হলে ছবিটির ক্ষতি হয়ে যাবে।’
হাবিব আরও বলেন, ‘অনেক দিন থেকেই ছবিটির মুক্তির জন্য লড়াই করছি। দেশের জেলা শহরগুলোতে ছবিটির মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণা চলছে। সবাইকে অনুরোধ করব, দেশের ছবি দেখুন, দেশের ছবি বাঁচুক। দেশীয় চলচ্চিত্র এগিয়ে যাক।’
এদিকে এই পরিচালক জানিয়েছেন, দেশের ৩০-৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। ‘রাত্রির যাত্রী’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, সম্রাট প্রমুখ।
একই দিন মুক্তি পাচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ভালোবাসা দিবসকে ঘিরে ছবিটির মুক্তির আয়োজন হলেও ছবির গল্প বায়ান্নর প্রেক্ষাপট ঘিরে। তবে ছবির পরিচালক তৌকীর আহমেদ জানিয়েছেন, ভালোবাসা দিবসসহ বসন্ত উত্সব, ২১ ফেব্রুয়ারি—এসব বিশেষ দিন ছবিটি মুক্তির উপলক্ষ হিসেবে ধরা হয়েছে।
তৌকীর আহমেদ বলেন, ‘ছবিটিতে ১৯৫২ সালের ঘটনাবলি থাকলেও ভালোবাসা, মানবিক বিষয়, কমেডিসহ প্রচুর হিউমার আছে। দর্শকেরা এখানে সব ধরনের উপাদানই পাবেন।’
ছবিটির প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়েছে। তৌকীর আহমেদ বলেন, ‘প্রথম ধাপে সিনেপ্লেক্সসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা আছে।’
‘ফাগুন হাওয়ায়’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, শহীদুল আলম সাচ্চু, বলিউড অভিনেতা যশপাল শর্মা প্রমুখ।