নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও রাস্তা সোলিং উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কামালনগর এলাকায় এ উন্নয়ন মূলক কাজটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। শহরের কামালনগর ডাবলুর বাড়ি থেকে আধুনিক ফার্নিচার পর্যন্ত ৪০ মিটার পাকা ড্রেনসহ রাস্তা সলিং রাস্তার কাজ প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে এ নির্মাণ কাজ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।