ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জে উপজেলা ছাত্রলীগের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়। শনিবার বিকাল ৪টায় কালিগঞ্জ কাকশিয়ালি ব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু মোড়ালের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু গৌতম লস্করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম, সাতক্ষীর-০৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী প্রমুখ, এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রাক্তন চেয়ারম্যান এস এম আছাদুর রহমান সেলিম ও নুরুজ্জামান জামু, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফরউল্যহ বাবু, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন মথেরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর হক গাইন, চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম সহ উপজেলা আওয়ামীলীগের আরও অনেক নেতাকর্মী ও নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।