নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলা সংলগ্ন স্কুলের নিজস্ব ক্যাম্পাসে বনভোজন অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বনভোজনের অংশগ্রহণ করেন। স্কুলের অধ্যক্ষ নাছিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শংকর চন্দ্র মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক গোলাম মোস্তফা, নির্মল কুমার দাশ, মীর হাসানুজ্জামান, তরঙ্গীনী সানা, তৃপ্তি সাহা, প্রিতম দাশ, আলাউদ্দিন আল আজাদ, মোস্তাক আহমেদ, সাইফুল্লাহ সরদার প্রমুখ। এসময় পরে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট