নিজস্ব প্রতিবেদক:
‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক পর্ষদের সম্পাদক শফিকুর রহমান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, শষিভূষণ পাল, শরিফুল আলম, মোঃ মোস্তাফিজুর রহমান, শাহিনুল হক সহ কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক রোকনুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালী জাতির এক অদিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু সব সময় শিশুদের ভালবাসতেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালী জাতিসহ বিশ^বাসী জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবে।’
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
পূর্ববর্তী পোস্ট