নিজস্ব প্রতিনিধি: জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানসহ দুই জনের নামে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের অর্থ-সম্পাদক ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুর রহমানের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান। মামলার অপর আসামী সাইফুল ইসলামসহ অজ্ঞাতনামা ১০/১১ জন।
এদিকে বুধবার বেলা ১২টার দিকে সরকারি কলেজ ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে গতকাল সাতক্ষীরার বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত খবর ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার হুমকি দেয়া হয়। অন্যথায় পত্রিকা অফিস ও প্রেসক্লাব ভেঙে গুড়িয়ে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।
এর আগে ছাত্রলীগের ওই মিছিল থেকে ‘সাংবাদিকদের দুই গালে জুতা মারো তালে তালে’ সহ আপত্তিকর শ্লোগান দেয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি কাজী সাদিক দ্বীপ, নাইম হোসেন প্রমুখ।
অপর দিকে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের অর্থ-সম্পাদক ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুর রহমানের উপর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান কর্তৃক ফোনে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট শ্বাসরোধের চেষ্টার ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে শহরের বড় বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সমিতির উপদেষ্টা সচিব শেখ নাসেরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহ আলম, মাহাবুব হোসেন, বাবু খান, সামছুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে সমিতির সভাপতি আ স ম আব্দুর রব কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।