নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্মিদের নির্দিষ্ট বেতন স্কেল, পদবী নির্ধারণ ও স্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সারা দেশের ন্যায় বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. আশরাফুল আলম বাবুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, এস,এম, হাবিবুল হাসান, মোতাহার হোসেন, ইয়াসিন আলি, আবু রায়হান শিমুল, মো. আজহারুল ইসলাম, তানজুয়ারা খাতুন, রিজিয়া সুলতানা, আল মামুন প্রমুখ। কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন অফিসে কর্মরত ন্যাশনাল সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্মিদের নির্দিষ্ট বেতন স্কেল, পদবী নির্ধারণ ও স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট