নিজস্ব প্রতিবেদক : শুক্রবার দেবহাটায় রোহিঙ্গা মনে করে নির্যাতন করা এক বৃদ্ধাকে (এলাকায় ফতে পাগল হিসেবে পরিচিত) তার নিজ বাড়িতে নিয়ে গেছে সন্তানেরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাকে (ফতেমা বেগম) দেবহাটা থানা পুলিশের হেফাজত থেকে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামে নিয়ে যায়।
মানসিক ভারসাম্যহীন ফাতেমা বেগমের বড় ছেলে ইব্রাহিম হোসেন বলেন, ১৯৯০ সালের দিকে পারিবারিক কলহের জের ধরে তার মা ফাতেমা বেগম মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। অনেক চিকিৎসা করানোর পরও তার মা আর স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। এরপর ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা সংঘটিত হওয়ার পূর্বে তার মা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি।
এরপর গত ১০ এপ্রিল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে দেবহাটায় তার মায়ের ছবি সম্বলিত নিউজ প্রকাশ হলে এলাকাবাসীর বরাত দিয়ে সে তার মাকে প্রাথমিক ভাবে চিনতে পারে। এমতাবস্থায় ঐ দিন (শুক্রবার) রাত ২টার দিকে দেবহাটা থানা পুলিশের হেফাজত থেকে তার মাকে বাড়িতে ফেরত নিয়ে যায়।
শনিবার সকালে ফতে পাগল ফিরে এসেছে এমন খবরে উৎসুক এলাকাবাসী তার বাড়িতে ভিড় জমায়। তবে ফতে পাগলের (ফাতেমা বেগম) পরিবার ও এলাকাবাসীর মন্তব্য,” দীর্ঘ এক যুগের মত সময় ধরে নিখোঁজ হওয়া ফাতেমা বেগম (ফতে পাগল) কে সঠিক ভাবে সনাক্ত করতে আমরা এখনও সন্দিহান”।
তবে ওই মহিলা ফতে পাগল কি না সিদ্ধান্ত দিতে না পারলেও সে বাঙালি এটি নিশ্চিত করেছেন তারা ।