নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে ৩ থেকে ১০ বছর পূর্বে মৃত্যু ব্যক্তিদের নামে প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগে তদন্ত সম্পন্ন করেছে দুদক।
বৃহস্পতিবার দুপুরে দুদক ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে যান। সেখানে এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করেন।
জানাগেছে, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ব্যাংক কর্মকর্তা দেবেশ কুমার ও সমাজসেবা অফিসার আল মামুন যৌথভাবে ইউনিয়নে ৩ থেকে ১০ বছর আগে মৃত্যু ব্যক্তিদের নামে প্রতিবন্ধী, বয়ষ্ক এবং বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড থেকে অর্থ উত্তোলন করে আত্মসাথ করে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। এছাড়া আদালতে দুটি মামলাও চলমান রয়েছে। এঘটনায় দুদক দীর্ঘ দুই বছর পর বৃহস্পতিবার তদন্তে যান।
এবিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনের ব্যহৃত মোবাইল নাম্বারে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ধলবাড়িয়া ইউপিতে মৃত্যু ব্যক্তিদের নামে ভাতা উত্তোলন: তদন্তে দুদক
পূর্ববর্তী পোস্ট