শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগরে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল(সঃ) ও মা আয়েশা(রাঃ) কে নিয়ে
কুটুক্তি ও অবমানানকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জুন বিকাল ৫টায় সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মোখলেছুর রহমানের সভাপতিত্বে থানা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জে,সি কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন,উপজেলা ওলামা পরিষদের সভাপতি থানা মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক, মুফতি জিয়াউর রহমান ফারুকী, মুহাদ্দেস খাইরুল বাশার,মাওঃ আবুবকর সিদ্দিক,মুফতি মাওছুফ সিদ্দিকী,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এম, কামরুজ্জামান সহ মাদ্রাসার প্রধান গন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিক্ষোভ সমাবেশের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মেসবাহউদ্দীন।
বক্তাগণ বলেন,১৯৭১সলে মুক্তিযুদ্ধ কালিন ভারত আমাদের সহযোগিতা করেছিলেন, তাই বলে এই নয় যে, আমাদের ধর্ম ইসলামের প্রতি আঘাত করবে,তা সারা বিশ্বের মুসলিম কখনো মানবে না।ভারতের ক্ষমতাশালী দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীর জিন্দা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ও মা আয়েশা (রাঃ) সম্পর্কে অবমানাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
সারা বিশ্বের মুসলমানের কাছে প্রিয় নবী সম্মান নিজের জীবনের চেয়ে ও মূল্যবান।আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।অবিলম্বে ভারতের পণ্য বর্জন করতে হবে,দুই কুলাঙ্গারকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, তাহলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন স্তর থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।