নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের হোতাসহ ০৫ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ মার্চ রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়ায় ৯টি মোটসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিংড়ীখালী গ্রামের আরশাদ গাজীর পুত্র আবু বক্কার,কালিগঞ্জের কাকশিয়ালী গ্রামের মৃত হাসান গাজীর পুত্র সালা উদ্দীন গাজী, শ্যামনগরের সোরা গ্রামের ছাকাত গাজীর পুত্র শাহাজাহান, গাবুরার আ: গফুরের পুত্র আতিকুর রহমান সাজু এবং ইউনুস গাজীর পুত্র মোস্তাফিজুর রহমান। তাদের বিরুদ্ধে শ্যামনগরসহ অন্যান্য থানায় একাধিক চুরি, অস্ত্র, মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবু বক্কার গাজী আন্ত:জেলা চোর চক্রের হোতা।
এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, শ্যামনগরে একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটিয়ে আসছিল এর জের ধরেই গত কয়েকদিনের অভিযানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন আন্তঃ বিভাগীয় মোটর সাইকেল চোর চক্রের সদস্য সক্রিয় সদস্য