শুটিং থেকে শুরু করে পোস্টার, ট্রেইলার, পদ্মাবতী চলচ্চিত্রের সবকিছুই সমানভাবে আলোচিত হয়েছে। আর এসবের পর ভক্তদের অপেক্ষা ছিল চলচ্চিত্রটির গানের জন্য।
অবশেষে ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটল। জুম ইন্ডিয়ার খবরে প্রকাশ, আজ মুক্তি পেয়েছে পদ্মাবতী চলচ্চিত্রের প্রথম গান।
পদ্মাবতী চলচ্চিত্রের প্রথম গানটি রাজস্থানী লোকসংগীত। যার শিরোনাম ‘ঘুমার’। গানটির চিত্রায়নের জন্য মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে গোটা চিত্রগড়ের দুর্গ নির্মাণ করেন বানসালি। ভারতীয় একটি দৈনিক পত্রিকা জানায়, প্রায় ১০০ জন লোক ৪০ দিনের প্রচেষ্টায় গোটা সেটটি নির্মাণ করেন। গানটির চিত্রায়নে ব্যবহার করা হয়েছে প্রায় ৪০০টি প্রদীপ।
গানটির তালে নাচের প্রতিটি ধাপ মেলানোর জন্য ভারী গয়না এবং লেহেঙ্গা পরে প্রায় ৬৬টি দিন অনুশীলন করতে হয়েছে দীপিকাকে। গানটি সম্পর্কে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ছবিটির শুটিং শুরু হওয়ার আগের কয়েক মাস ধরেই আমি ছবিটি এবং চরিত্রের জন্য অনুশীলন করছিলাম। কিন্তু আমি শুটিং স্পটে প্রথম পা রাখি ‘ঘুমার’ গানটির চিত্রায়নের জন্য। ছবির শুটিং এই গান দিয়েই শুরু হয় এবং আমি দিনটি কোনোদিনও ভুলতে পারব না। আমার মনে আছে প্রথম শটের কথা। আমার মনে হচ্ছিল প্রায় পদ্মাবতীর আত্মা যেন আমার ভেতরে প্রবেশ করছে। আমি তাঁর অস্তিত্ব অনুভব করছি এমনকি আমি এখনো করি। এটা আসলে একজন অভিনেত্রীর জন্য দুর্লভ একটি মুহূর্ত।’
সাধারণত রাজস্থানের রানি এবং রাজকুমারীদের ‘ঘুমার’ নামের এই ঐতিহ্যবাহী নাচ তাদের গুণ ও সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়। তাই গানটির জন্য একচুলও ছাড় দেননি বানসালি। হিন্দুস্তান টাইমসের একটি সূত্র জানায়, ‘গানটির শুটিংয়ের জন্য গাঙ্গুর ঘুমার ডান্স একাডেমির সহকারী পরিচালক এবং ট্রাস্টি জ্যোতি ডি তোম্মার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন দীপিকা। ছবিটির জন্য গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটি সম্পাদনা করেছেন বানসালি নিজেই। চলতি বছরের ডিসেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।