নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নাগরিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা উপজেলা ডিজিটাল কর্ণার এ এ্যাম্ভাসি অফ সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগীতায়: আমরাই পারি জোট, বাস্তবায়নে: উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা ও নকশিকাঁথা, সহবাস্তবায়নে অবহিতকরন সভা সভায়: সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিব ব্যানার্জি। বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা ও আব্দুল হাই সিদ্দিক, প্রোগ্রাম অফিসার, ওসিসি, মহিলা বিষয়ক অধিদপ্তর, নাগরিক প্রকল্পের আওতায় সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ও খলিষখালী ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার, শ্যামনগর সদর ও কাশিমারি ইউনিয়নে নারী, যুবক, আদিবাসী, প্রতিবন্ধি, প্রান্তিক নারী ও দলিত, হিজরা জনগোষ্ঠি সহ, সুশিল সমাজ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, কন্ঠস্বরে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহবায়ন রাখেন এবং সিন্ধান্ত গ্রহন ও অধিকার লঙ্ঘন প্রতিকার এবং সরকারি সেবা সম্পদ অভিগম্যতা বৃদ্ধি করনের মাধ্যমে কাউকে পিছিয়ে না রেখে সকলের সঙ্গে নিয়ে দেশটাকে সামনের দিকে আগানোর সিন্ধান্ত গৃহিত হয়। দুই বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে নাগরিক সমাজের সক্রিয় সিভিল সোসাইটির নেটওয়ার্ক ও অংশীদারিত্ব বৃদ্ধি সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে সহযোগীতা কমিউনিটি নেতাদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরাই পারি জোট এর প্রতিনিধি চন্দ্রিকা ব্যাণার্জী, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ নাসমুস সাকিব, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, পল্লী চেতনার নির্বাহী পরিচালক আনিছুর রহমান, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান,মনিশংকর হালদার, আদিবাসি নেতা নিতাই মুন্ডা, প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থারসহ-সভাপতি (ইউএমইউএস) স্বরস্বতী দাস, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, জুলফিকার রায়হান, আমেনা বিলকিস ময়নাসহ আরও অনেকে অংশগ্রহন করেন।##