প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
রবিবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে জেলা ওলামা দলের কর্মী সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন উক্ত কমিটির অনুমোদন দেন।
এসময় মাওলানা মোঃ আনিসুর রহমানকে আহবায়ক ও হাফেজ সাইফুল্লাহ আল কাফি’কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ওলামাদলের আহবায়ক কমিটির অনুমোদন দেন নেতৃবৃন্দ।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক হাফেজ মাও: জাকির হোসেন, আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ লাভলু, ,মাও: ফরিদ উদ্দীন জাফরি, মাও: আব্দুল্লাহ।