কে.এম রেজাউল করিম: দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হকের থাকার কথা থাকলেও তিনি ব্যস্ত থাকায় না আসতে পারায় টেলিফোনে বক্তব্য রাখেন। এসময় রুহুল হক তার বক্তব্যে, প্রধানমন্ত্রী শেক হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার আহবান জানান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা থানার নবনিযুক্ত ওসি সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। এসময় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাছ চাষের গুরুত্ব তুলে ধরে চিংড়ী মাছের চাষের পাশাপাশি সাদা মাছ চাষের উপর গুরুত্বারোপ করেন।
দেবহাটায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট