কেড়াগাছী প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসর প্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মহিউদ্দীন ও ক্বারী শিক্ষক আব্দুল কাদের এবং অফিস সহকারী মিজানুর রহমানকে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
শনিবার বিকাল ৩টায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ এম পি। উপস্থাপনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক আব্দুস সবুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইফতেখার হোসেন জেলা প্রশাসক সাতক্ষীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি সি তরফদার মাহমুদুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূট্টো লাল গাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব, সি সি ক্যামেরা, মাদ্রাসা সংলগ্ন রাস্তাটি পাকা করা সহ চতুর্থ তলা বিশিষ্ট ভবন নির্মান করার জন্য সর্বচ্চ সহযোগীতার প্রতিশ্র“তি দেন।
অত্র অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগীতায় ছিলেন প্রভাষক আব্দুর রহিম শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ও প্রদর্শক শাহিনুর রহমান বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক
পূর্ববর্তী পোস্ট