মেহেদী সোহাগ,
কলারোয়া উপজেলায় দূঃস্থ ও অসহায় জনগনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা অডিটেরিয়াম রুমে অনুষ্ঠিত সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেননের সৌজন্যে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে সমাজকল্যাণ পরিষদের ৫০ জনের জনের মাঝে ৩ হাজার টাকা করে দেড় লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। শারীরিক ও অর্থনৈতিকভাবে অসহায় এবং দূঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘শ্রেণি বৈষম্য নিরসনে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। আর তাই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনে, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের অফিসার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠান শেষে
উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি।