কলারোয়া প্রতিনিধি: জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে দিবসটি পালন করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও দিবসটি পালন হচ্ছে।
যার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় উপজেলা মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনার মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।
এ সময় উপস্থিত ছিল প্রধান অতিথী মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ মহাসিন আলী, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ, মোঃ রনি হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্টান,শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা,ছাত্র/ছাত্রী,সাংবাদি