দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচী পালিত হয়েছে। দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০১৮ উপলক্ষ্যে রবিবার সকাল ১০ টায় দেবহাটা থানার সম্মুখে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে এক আলোচনা সভা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন স্কুলের ন্যাঙ্গয়েজ ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক চন্দ্রকান্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াছিন আলী, কমিটির সহ-সভাপতি আব্দুল ওহাব, সাবেক অধ্যাপক আনিছুর রহমান, প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সহ-সভাপতি মুক্তিয়োদ্ধা আব্দুল হাই, শিক্ষক সুনীল কুমার, সখিপুর সভাপতি আব্দুল গনি, কুলিয়া সহ-সভাপতি শিক্ষক সঞ্জয় কুমার, পারুলিয়া সভাপতি আব্দুল কাদের মৃধা প্রমুখ। সভায় বক্তারা দেশ থেকে সকল প্রকারের দূর্নীতি প্রতিরোধ করে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
দেবহাটায় দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও সভা
পূর্ববর্তী পোস্ট