কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় আ’লীগ নেতা আজাহারুল ইসলাম আজুর ৫ম তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলার ৬নং গোপীনাথপুর ওয়ার্ড আ’লীগের আয়োজনে বুধবার বিকালে গোপিনাথপুরের যুগিবাড়ী মোড়স্থ বাজারে স্মরন সভাটি অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌর কাউন্সিলর ও গোপীনাথপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি আলফাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এসএম আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা ওয়ার্কাস পাটির নেত্রী ও স্থানীয় সংসদ সদস্য’র সহধর্মিনী প্রধান শিক্ষিকা নাসরিন খাঁন লিপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধূরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ওয়ার্কাস পাটির নেতা আধ্যাপক আবুল খায়ের, পৌর আ”লীগের সভাপতি সহিদুল ইসলাম, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আ’লীগ নেতা শেখ রবিউল ইসলাম খোকন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক এমএ সাজেদ, অন-লাইন নিউজ পোর্টাল কলারোয়া বার্তা’র সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফিরোজ জোয়াদ্দার, সাংবাদিক জুলফিকার আলী, ফারুক হোসেন, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, নিহত আজুর পুত্র আনারুল ইসলাম ও ভাই শাহানাজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না। উল্লেখ্য,১২ ডিসেম্বর-২০১৪ সালের এই দিনে কলারোয়া উপজেলা পৌর সদরের গোপিনাথপুর গ্রামের আ’লীগ নেতা আজাহারুল ইসলাম আজুকে বিএনপি- জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা রাজনৈতিক কারণে নৃশংস ভাবে হত্যা করে।
কলারোয়ায় আ’লীগ নেতা আজু’র ৫ম তম শাহাদাৎ বার্ষিকী পালন
পূর্ববর্তী পোস্ট