বিদেশের খবর: যেখানে ভারতীয় সেনাদের অস্ত্রের মুখে কাশ্মীরের স্বাধীনতাকামীরা নিতান্তই নগন্য ও দুর্বল। সেখানে মাত্র পাঁচ বছর বয়সী এক শিশু বুক ফুলিয়ে তার প্লাস্টিকের গুলতি তাক করে রয়েছে অস্ত্রে সজ্জিত এক সেনার দিকে। শিশুটির সাহসিকতা দেখে সেনাটিও হাত উচু করে গুলতি না মারার ইঙ্গিত দিচ্ছেন। কাশ্মীরের এমনই এক ছবি নিয়ে এখন গোটা বিশ্ব তোলপাড়।
স্বাধীনতাকামী কাশ্মীরিদের আন্দোলনের এক পর্যায়ে ছবিটি তোলেন ভারতীয় ফটোগ্রাফার আদিত্য রাজ। যা এখন কাশ্মীরিদের আন্দোলনের প্রতীকী হিসেবে ঘুরছে অনলাইন দুনিয়ায়।
আদিত্য রাজ ছবিটি টুইটারে পোস্ট করে লিখেন, সেনার সামনে প্লাস্টিকের গুলতি নিয়ে খেলছে একটি শিশু।
তবে তার এই ‘খেলার’ কথাটা মানতে পারেননি ভারতের সাবেক আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট। তিনি বলেছেন, পাঁচ বছরের শিশুও যখন কোনো সেনার দিকে অস্ত্র তাক করে, তখন বুঝতে হবে কাশ্মীর নিয়ে ভারত কোনো ভুল করছে।
সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাকামীদের নেতা বুরহানের মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে ‘ভূ-স্বর্গ’ কাশ্মীর। প্রতিবাদ, মিছিল ও সমাবেশের মধ্যে অনেক স্বাধীনতাকামী প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাদের গুলিতে। সেনাদের ক্ষমতার তুলনায় এসব স্বাধীনতাকামীরা অত্যন্ত দুর্বল।