দেশের খবর: মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ কমে এলেও এখনো সারাদেশের বিভিন্ন হাসপাতালে চৌদ্দশ’র বেশি রোগী চিকিৎসাধীন। তার মধ্যে বুধবার দেশের বিভিন্ন হাসপাতালে এই রোগ নিয়ে ভর্তি হয়েছেন ৩৩৬ জন। এর মধ্যে ঢাকার রয়েছেন ১০২ জন।
চলতি বছর বর্ষার প্রারম্ভেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। আর জুলাইয়ের শুরুতে এসে ঢাকাসহ গোটা দেশেই ছড়িয়ে পড়ে মশাবাহিত এই জ¦র। বিশেষ করে ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় মশক নিধনের ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে ঢাকার দুই সিটি। এই রোগে ভুগে বেসরকারি হিসাবে দুই শতাধিকের বেশি প্রাণহানির খবর এলেও সরকারিভাবে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো তথ্যবিবরণীতে জানানো হয়, গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৪২৪ জন রোগী। এরমধ্যে ৮৬ হাজার ৯৬৪ জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। বাকী ১ হাজার ৪৬০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।