নিজস্ব প্রতিনিধি : ”বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে র্যালিটি সাতক্ষীরা শহরতলির পোষ্ট অফিস মোড় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে যেয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বক্তব্য রাখেন বিসিকের সভাপতি জি এম নুর ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কোষাধ্যাক্ষ শাহাজানাহান আলম, মোবাশ্বের হোসেন সাইফুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি
পূর্ববর্তী পোস্ট