দেবহাটা ব্যুরো : দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার তৎপরতায় পাখি শিকারীর দল ফাঁদ নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে কুলিয়া ইউনিয়নের বহেরা ভাটা মাঠ এলাকায় গাছে জালের ফাঁদ পেতে পাখি শিকার করতে আসে আলিপুর এলাকা থেকে একটি দল। বিষয়টি স্থানীয়রা দেবহাটা থানা পুলিশকে জানায়। থানার ওসি নির্দেশ দিলে সাথে সাথে এসআই শ্যামা প্রসাদ, এএসআই সুজিত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিকারীর দলটি। পরে, স্থানীয় গ্রামপুলিশের সাথে নিয়ে বহেরা, কুলিয়াসহ আশে পাশের এলাকায় পাখি শিকারের শাস্তি এবং প্রাকৃতিক ভারসম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার বিষয়ে সচেতনতামূলক প্রচারনা করেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বহেরা এলাকায় পাখি শিকার করতে আসে কিছু লোক। এঘটনা শোনামাত্র সেখানে ফোর্স পাঠিয়ে তাদের আইনের আওতায় আনার অভিযান চালানো হয়। কিন্তু তার আগে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা আতœগোপন করে। তিনি আরো জানান, জীববৈচিত্র রক্ষায় কোন অপরাধ বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। শীতের মৌসুমে অতিথি পাখি নিধন না করে তাদের বসবাসের পরিবেশ সৃষ্টির জন্য সকলের প্রতি আহবান জানান।
দেবহাটায় ওসির তৎপরতায় পাখি শিকারী দলের পলায়ন
পূর্ববর্তী পোস্ট