নিজস্ব প্রতিনিধি: মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য। কথাটি আবারও সত্য প্রমাণিত হয়েছে। ফেসবুকের কল্যাণে আবারও তিন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার। রবিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পৃথকভাবে ঐ তিন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এ হুইল চেয়ার বিতরণ হয়। উল্লেখ্য, ‘সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ফারহাদ হোসেন, মেজবাউর রহমানের ছেলে মোতাহার হোসেন ও বকচারা গ্রামের আব্দুর রহিমের ছেলে হাসানুর রহমান জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। অভাব অনটনের মধ্যে দিয়ে চলতো তাদের সংসার। পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানদের হুইল চেয়ার কিনে দেওয়া সম্ভব হচ্ছিল না। তবে সম্প্রতি সাতক্ষীরার তরুণ সাংবাদিক সরদার আবু সাঈদ তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রতিবন্ধী ফারহাদ ও মোতাহার হোসেনের জন্যে হুইল চেয়ার চেয়ে একটি স্ট্যাটাস দেন।’ তার পোস্টটি দেখে রবিবার সকালেই সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশিষ চৌধুরী ঐ প্রতিবন্ধী দুই শিক্ষার্থীর নিকট হুইল চেয়ার তুলে দেন। অপরদিকে ফেসবুকের মাধ্যমে জানতে পেরে বকচারার প্রতিবন্ধী হাসানুর রহমানের জন্যে একই সময় তার পরিবারের নিকট হুইল চেয়ার তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন। এসময় সাংবাদিক নাজমুল শাহাদাৎ (জাকির), সরদার আবু সাঈদ, সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।