পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় সুইচ গেটের পানি উঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে একই পরিবারের ২জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত তাকে চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লস্কর গ্রামে।
জানা যায়, লস্কর সুইচ গেট দিয়ে পানি তুললে এলাকা তলিয়ে দিলে এলাকাবাসী স্থানীয় জাফরদের বিরুদ্ধে লস্কর ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করে। শুক্রবার চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন ঘটনাস্থল পরিদর্শন করে চলে যাওয়ার পর শনিবার সকালে অতর্কিতভাবে লাঠিশোটা নিয়ে অভিযোগ করার অপরাধে শফিকুলদের উপর আমিনুদ্দীন সানার ছেলে হাফিজুর, জাফর, হায়দার, আয়ুব, মোমিন উদ্দীনের ছেলে মান্নান, শাহাবুদ্দীন গাজীর ছেলে মাসুদ গাজী হামলা চালায়। এ সময় মোমিন উদ্দীন সানার পুত্র শহিদুল ইসলাম সানা ও শফিকুল ইসলাম সানা আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসি এমদাদুল হক শেখ জানান, ঘটনা শুনেছি। তবে থানায় এখনও কোন মামলা হয়নি।
পূর্ববর্তী পোস্ট