শ্যামনগর অফিস : শ্যামনগরে অবৈধ ভাবে বসতঘর দখলকারী সুকুমারের হাত থেকে রক্ষা পেতে বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক গাজী সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নকিপুর গ্রামের মৃতঃ জবেদ আলী গাজীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক গাজী তিনি তার লিখিত বক্তব্যে বলেন, নকিপুর গ্রামের ছলেমানের পুত্র খোরশেদ আলমের নিকট আঃ বারেকের দোকানে সাথে একই দেওয়ালে পূর্ব পার্শ্বে ২ রুম বিশিষ্ট পাকা বিল্ডিং, রাথরুম ও রান্নাঘর ভাড়া পত্র স্বাক্ষরিত হয়। খোরশেদ আলম মৃত্যুপর পর তার স্ত্রী মমতাজ বেগম কে ভাড়া ঘর ছেড়ে দিতে বলায় বিরোধ সৃষ্টি হয়। মমতাজ বেগম কৌশলে জনৈক সুকুমারকে দিয়ে আঃ হাইয়ের নিকট থেকে ৭ শতক ক্রয়কৃত জমির চৌহদ্দীতে ভোগদখল না করে আঃ বারেকের জমিতে অবৈধভাবে দখল করতে তৎপর রয়েছে। মুক্তিযোদ্ধা আঃ বারেকের পুত্র রাজুকে সুকুমার ও মমতাজ বেগম ব্যাংক চেকের মাধ্যমে যথাক্রমে ৩ লক্ষ ও ২৭ লক্ষ টাকার হয়রানী মূলক মামলা করে ক্ষতি গ্রস্থ করছে। সুকুমারের ষড়যন্ত্রে মিথ্যা মামলা ও অবৈধ ভাবে জমি দখলের ভয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন। এ ব্যাপারে যথাযথ কৃর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট