কালিগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মশত বার্ষিকী, জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, সরকারি টেকনিক্যাল কলেজ এন্ড স্কুলের অধ্যক্ষ রওশান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, গাজী শওকাত হোসেন, শেখ এবাদুল ইসলাম, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ প্রমুখ।
সভায় ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনী, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ঐ দিন সকাল সাড়ে ৮টায় কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু‘র ম্যুরালে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন, মসজিদ, মন্দির, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠান। ১০ দিনে ১০টি চলচিত্র প্রদর্শন, উম্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনাতা দিবস ও জাতীয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়। এসকল অনুষ্ঠান বাস্তবায়নে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।
কালিগঞ্জে বঙ্গবন্ধুর জম্মশতবর্ষ, শিশু দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট